সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুরে আঞ্জুমানে মফিদুল ইসলামের উদ্যোগে কম্বল বিতরণ


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর আঞ্জুমানে মফিদুল ইসলাম এর উদ্যোগে দিনাজপুরের অসহায় শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার দিনাজপুর স্টেশন রোডস্থ নিজস্ব কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় আঞ্জুমান মফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু বলেন, আঞ্জুমান মফিদুল ইসলাম সংগঠন বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমের পাশাপাশি নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি ও স্বনির্ভর করতে সেলাই কার্যক্রম চালু রেখেছে। প্রশিক্ষণ শেষে তাদের সনদ ও বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে। আমরা প্রতিবছরের মতো এবারেও দিনাজপুরের অসহায় শীতার্ত প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করছি। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মহসিনুল কালাম রুবেল বলেন, দিনাজপুরে আঞ্জুমান মফিদুল ইসলাম ঐতিহ্যের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। মানবতার কল্যাণে আমরা মানুষের সেবা করে থাকি। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি লুৎফুন কবির বকুল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা কমিটির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন নির্বাহী সদস্য মো. সিদ্দীকুর রহমান।

Share This