
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামের আয়োজনে অসহায় শীতার্ত, প্রতিবন্ধী এবং অসচ্ছল নারী-পুরুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আঞ্জুমান মফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি সাবেক দিনাজপুর পৌরসভা চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মহশিনুল কালাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মো. তারেক ইবনে নাসিম, সিদ্দিকুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অফিস সহকারী মো. শাহজাহান আলী। সার্বিক তত্বাবধানে ছিলেন দর্জি প্রশিক্ষক রুখশানা বেগম। বক্তারা বলেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী জন কল্যাণমূলক সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি নারীদের স্বাভলম্বি করে গড়ে তুলতে আমরা তাদের প্রশিক্ষন দিয়ে বিনামূল্যে সেলাই মেশিন প্রদানসহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছি। আমরা মনে করি সরকারী বা বেসরকারী পর্যায়ের মানুষদের পাশাপাশি সমাজে বিত্তশালী মানুষদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু ও সাধারন সম্পাদক মো. মহশিনুল কালাম অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।