দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসন, জেলা কর্ম সংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর এর আয়োজনে “প্রবাসীর অধিকার, আমদের অঙ্গীকার- বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সম্মাননা প্রদান, প্রবাসী ঋণ ও শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূর এ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাসুদ রানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ময়নুল হক।
দিবসটি উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে দেশের ও প্রবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কর্মসংস্থান ও জনশক্তি অফিস দিনাজপুর এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান।
আলোচনা সভা শেষে ওয়েল ফেয়ার বোর্ড হতে প্রবাসীদের ৭জন ছেলে-মেয়েকে এককালীন শিক্ষাবৃত্তির চেক, মাহমুদুর রহমান নামে কাতার প্রবাসীকে আড়াই লক্ষ টাকার অভিবাসন ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দিনাজপুর শহরের কালুর মোড়স্থ আল মাহমুদ এর পরিবারের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অপরদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে দিনাজপুর সদরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একদিন ব্যাপী প্রবাস মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষনা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক।
দ্বিতীয় পর্বে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাস মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বেলুন-ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ মো. মাসুদ রানা, জেলা কর্মসংস্থানের ভারপ্রাপ্ত সরকারী পরিচালক মো. মনিরুজ্জামান, খানসামা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত, আইএফআইসি ব্যাংক দিনাজপুর শাখার রিজিওনাল সেলস্ ম্যানেজার মো. জাকির হোসেন রাসেল। সর্বশেষে মেলার বিভিন্ন ষ্টল পরির্দশন করেন অতিথিবৃন্দ।