সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ইউনিটি এক্সপ্রেস এর শো-রুম উদ্বোধন


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরবাসীকে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক পণ্য দিতে ইউনিটি এক্সপ্রেস এর উদ্বোধন। আজ শনিবার দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র সুইহারী রূপালী ব্যাংকের বিপরীতে ফাতিহা টাওয়ারে ইউনিটি এক্সপ্রেস এর শো-রুমের উদ্বোধন ফিতা কেটে উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। আল বারাকাহ ট্রেডার্স এর পরিচালক ও ইউনিটি এক্সপ্রেস দিনাজপুরের একমাত্র পরিবেশক মো. সাজিদ হোসেনের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইকন এসোসিয়েট এর প্রেসিডেন্ট এবং স্টাফ অফ এক্সিলেন্ট ওয়ার্ল্ড আর.এম বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। প্রথম পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি একরাম হোসেন তালুকদার ও দ্বিতীয় পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মো. আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইউনিটি এক্সপ্রেস দিনাজপুরের সেলস্ অফিসার মো. রবিউল ইসলাম।

Share This