মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে কেবিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে কাদের বক্স মেমোরিয়াল (কেবিএম) কলেজের আয়োজনে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাহামুদ মোকাররম হোসেনের ২৫ তম মৃত্যু বার্ষিকীতে অধ্যক্ষ মাহামুদ মোকাররম হোসেন নামে ৪র্থ তালা একাডেমিক ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনাজপুর কেবিএম কলেজের মরহুম মাহামুদ মোকাররম হোসেন ভবনের চতুর্থ তলায় হল রুমে মরহুম মাহমুদ মোকারম হোসেনের ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই পবিত্র কুরআন তিলোয়াত মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাহামুদ মোকাররম হোসেন কে স্মরণ করে ও অত্র কলেজের মরহুম শিক্ষক-শিক্ষিকা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কেবিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার কূদরত-ই খুদা ডন।
দিনাজপুর কাদের বক্স মেমোরিয়াল (কেবিএম) কলেজের সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল জব্বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও কেবিএম কলেজের প্রক্তন ছাত্র নেতা আলহাজ্ব মাহবুব আহম্মেদ, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্ব আইয়ুব আলী, অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্ব মো. আজিজুর রহমান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. শাহাদত হোসেন সরকার, সমাজ সেবক ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাহামুদ মোকাররম হোসেন এর ছেলে মো. শাহীন মাহামুদ প্রমুখ। আলোচনা সভা শেষে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাহামুদ মোকাররম হোসেনের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেবিএম কলেজ, দিনাজপুর-এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি প্রাচীন বিদ্যাপীঠ। ১৯৬৮ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন মাহমুদ মোকাররম হোসেন তিনি শুধু একজন অধ্যক্ষই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ এবং এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ।
তিনি ১৯২৬ সালে দিনাজপুর কোতোয়ালি থানার যোগীবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ০৪ জুলাই ২০০০ ইং সালে মৃত্যুবরণ করেন।

Share This