দিনাজপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী গণ-আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত দাওয়াতি মাস ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে আজ রোববার বিকেলে দিনাজপুর শহরের ষ্টেশন চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর পৌর শাখার দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের সভাপতি হাফেজ রাসেল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।
উদ্বোধক হাফেজ মাওলানা রেজাউল করিম তার বক্তব্যে বলেন, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে খেলাফত প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে খেলাফত মজলিস দেশব্যাপী দাওয়াতি মাস ঘোষণা করেছে।
বক্তারা বলেন, খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও দাওয়াত জনগণের মাঝে ছড়িয়ে দিতে সংগঠনের প্রতিটি শাখাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।