বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে গুণগত মানসম্পন্ন চা তৈরি বিষয়ক কর্মশালা



দিনাজপুর প্রতিনিধি
উত্তরবঙ্গের বটলিফ চা কারখানাসমুহের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপকদের জন্য গুণগতমান সম্পন্ন চা তৈরি বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎আজ মঙ্গলবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন।
‎এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, এছাড়া উপস্থিত ছিলেন চা বোর্ড পঞ্চগড় ভারপ্রাপ্ত কর্মকর্তা, আরিফ খান, উন্নয়ন কর্মকর্তা ,আমির হোসেনসহ উত্তরবঙ্গের সকল বটলিফ চা কারখানার স্বত্বাধিকারী গণ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দিনাজপুর ধান, চাল আর লিচুর জন্য বিখ্যাত। এ জেলায় ভালো মানের চা উৎপাদন করাও সম্ভব। এজন্য কারখানা মালিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আর ভালো মানের চা উৎপাদন ও তৈরি করা সম্ভব হলে এ জেলার নতুন অর্থনীতির দ্বার উন্মোচন হবে বলেও জানান বক্তারা।

Share This