দিনাজপুরে জীবন মান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার

দিনাজপুর প্রতিনিধি
উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্প (২য় ফেইস) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন। সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক উপ-সচিব মোছা. জিলুফা সুলতানা জুম প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান আজাদ এর সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন সমাজসেবা সদর কার্যালয় ঢাকা হতে আগত সমাজসেবা অফিসার মো. মফিজ শরিফ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নাজিফা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নাইমুর রহমান, প্রতিবন্ধী নেতা মো. আশ্রাফ আলম, শশরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর আনাফ প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দিন বলেন, দেশের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে অর্থনৈতির মূল স্রোতে আনতে হবে। তা না হলে আমাদের অর্থনীতি অর্থবহ ও টেকশই হবে না। উপ-সচিব মোছা. জিলুফা সুলতানা বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রান্তি জনগোষ্ঠির প্রতিটি সদস্যদের মাঝে ১৮ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। এছাড়া তাদের তৈরী করা পণ্যের জন্য আমরা বাজারজাত করার সহযোগিতা করব। মূল প্রবন্ধী পাঠ করতে গিয়ে মো. নাফিজ শরিফ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে প্রশিক্ষণ যথেষ্ঠ অবদান রাখবে। দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন বলেন, প্রান্তি পেশাজীবী জনগোষ্ঠীর মধ্যে বেদে, স্বর্ণকার,কাঠমিস্ত্রী, কামার, কুমার, বাঁশ ও বেত প্রস্তুতকারী পরিবার ও নাপিতসহ ১০টি প্রান্তিক পরিবারের সদস্যদের দারিদ্র সীমা থেকে বের করে আনতে পারলে তাদের অর্থনৈতিক মুক্তি আসবে।