বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিবারের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুদান হিসেবে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারে  ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের হাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রত্যেক পরিবারে দশ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র তুলে দেন।
সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ- আলম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাহানা আফরোজ উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের সঞ্চয়পত্রপ্রাপ্ত সদস্যরা হলেন-দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ উত্তরপাড়া গ্রামের শহীদ রবিউল ইসলাম রাহুলের পিতা মো. মুসলেম উদ্দীন, দিনাজপুর পৌর শহরের পাহাড়পুর মহল্লার শহীদ রুদ্র সেন এর পিতা সুবীর কুমার সেন, বীরগঞ্জ উপজেলার সেনগ্রাম গ্রামের শহীদ আল আমিন সরকার এর স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার, ঢাকার বনশ্রী এলাকার জি ব্লকের বাসিন্দা শহীদ আশিকুল ইসলাম এর মাতা আরিশা আফরোজ, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার লক্ষীপুর গ্রামের শহীদ সুমন পাটোয়ারী’র পিতা ওমর ফারুক, বিরল উপজেলার নোনা গ্রামের শহীদ আসাদুল হক বাবু’র স্ত্রীর শারমিন আক্তার, একই উপজেলার ভান্ডারা ইউনিয়নের এম নাগর বাড়ী গ্রামের শহীদ জিয়াউর রহমানের স্ত্রী মোছা. শাহানাজ আক্তার ও একই উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের মধ্য করলা গ্রামের শহীদ মাসুম রেজা অন্তর এর পিতা মো. মিজানুর রহমান।

Share This