দিনাজপুরে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
“এগিয়ে আসি স্বাস্থ্য সেবায় এক দিন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করি”- এই স্লোগানকে সমানে রেখে আজ শনিবার নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থা (রেজি নং-দিনাজ/২৫৩৪/২০২১) এর আয়োজনে এই প্রথমবারের মত তাদের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রিজ এর সভাপতি ও সমিতির উপদেষ্টা রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেন, ব্যবসায়ীরা শুধু ব্যবসাই করে না তারা আত্ম-মানবতার কল্যাণেও সামাজিক দায়িত্ব পালন করে। অসুস্থ রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে এই সমিতি স্বাস্থ্যসেবা ক্যাম্পের পথযাত্রা শুরু করল তা সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রিজ এর পরিচালক, অরবিন্দ শিশু হাসপাতাল এর সাধারণ সম্পাদক এবং সমিতির উপদেষ্টা মো. শামীম কবির, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সমিতির উপদেষ্টা ডা. শহিদুল ইসলাম খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সমিতির উপদেষ্টা মহিউদ্দীন মন্ডল বকুল, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মতিবুর রহমান, সাংবাদিক ও সমিতির উপদেষ্টা মো. এমদাদুল হক মিলন। স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মো. মনজুর আলম, সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম গুড্ডু, কোষাধক্ষ্য মো. আবু মুছা, সাংগঠনিক সম্পাদক রনি কুমার দাস, প্রচার সম্পাদক মো. সজিব, আইন বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক সহ নির্বাহী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার ও বিভিন্ন এলাকা হতে আগত রোগীরা। সঞ্চালকের দায়িত্ব পালন করে দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি শাহারিয়া শহীদ মাহবুব হিরু। চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. আনারুল ইসলাম, ডা. অভি, দন্ত বিশেষজ্ঞ ডা. মঞ্জুরুল ইসলাম, ডা. আমিমুল ইসলাম মিম, ডা. আব্দুল মালেক শাহীন ও ডা. আজম। দাঁত, চক্ষু রক্তের গ্রুপ নির্ণয়, ব্ল্যাড প্রেসার নির্ণয়, ডায়াবেটিক রোগীদের মাঝে সংস্থাভুক্ত সম্মানিত ঔষধ ব্যবসায়ী সদস্যদের প্রদানকৃত ঔষধ বিনামূল্যে রোগীদের মাঝে বিতরণ করা হয়।