প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ১:৪২ অপরাহ্ণ
দিনাজপুরে ধান চাল ব্যবসায়ী গ্রুপের কার্য্য-নির্বাহী কমিটির শপথ গ্রহণ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের বড়বন্দর নিজস্ব কার্যালয়ে আজ শনিবার সকাল ১১ টায় দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের ২০২৫-২৭ সালের দ্বি-বার্ষিক(২৪ মাস মেয়াদী) নব নির্বাচিত কার্য্য-নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
নব নির্বাচিত কমিটির সভাপতি মো. মোকাদ্দেসুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম সহ ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান দিনাজপুর জেলা ধান চাল ব্যবসায়ী গ্রুপ এর দায়িত্ব প্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আশফাক আহম্মদ।
উক্ত নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শামীম বিন গোলাম পাল। শপথগ্রহনকৃত কর্মকর্তারা হলেন সভাপতি মো. মোকাদ্দেসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মো. সৌরভ আলী, কোষাধ্যক্ষ মো. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মো. মাহামুদুর রশিদ, দপ্তর সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমান, কার্য্য-নির্বাহী সদস্য মো. শাহানুর আলম, মো. ইয়াহিয়া সরকার ও মতিউস সাদ আল রশিদ।
Copyright © 2024 Daily Deshmaa. All rights reserved.