সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুরে নানা আয়োজনে শিশু ও যুব ফোরাম গঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে মাতাসাগর পলকীয় প্রশিক্ষণ কেন্দ্রে নানা আয়োজনের মধ্যে দিয়ে এবং আনন্দমুখর পরিবেশে সমাজে শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং শিশুদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে ক্ষমতায়নে সহায়ক হিসেবে কাজ করার লক্ষ্যে এপি পর্যায়ে শিশু ও যুব ফোরাম গঠন-পুনঃগঠন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে শিশু ও যুব ফোরাম পুনঃগঠন উপলক্ষে উপস্থিত ছিলেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমান। উক্ত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ইউএনডিসি’র সভাপতি আকরাম হোসেন বাবলু ঘোষনা দেন, শিশু ও যুব ফোরামে নবনির্বাচিত সভাপতি আঁখি মনি, সহ-সভাপতি পায়েল ও সাধারণ সম্পাদক সোগাহী সহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম। নবনির্বাচিত সভাপতি আঁখি মনি বলেন, এই ফোরামের মাধ্যমে শিশুদের দ্বারা শিশুদের মঙ্গলের কাজ করবে। যাতে ওয়ার্ল্ড ভিশন ভবিষ্যতে চলে যাওয়ার পর এই সংগঠন অন্যান্য সংস্থার সাথে সম্পৃক্ত হয়ে শিশুদের উন্নয়নে কাজ করে যাবে এবং ছেলে-মেয়েদের সকল প্রকার বৈষম্য দূর করতে জনসচেতনতার বলয় গড়ে তুলবে। পরিবেশ বান্ধব গ্রাম তুলতে সক্রিয় ভূমিকা রাখবে। স্বাগত বক্তব্য রাখেন এপি দিনাজপুরের স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস, যোহন মুর্মুসহ শিশু ও যুব ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

Share This