দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে অবস্টেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ দিনাজপুর ওজিএসবি’র ট্রেজারার সহকারী অধ্যাপক ডা. আরজু শামীমা রহমানের উপর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন সময়ে রোগীর স্বামী কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার অবস্টেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ দিনাজপুর শাখার আয়োজনে ও ওজিএসবি সেন্ট্রাল এর একাত্বতায় এবং দিনাজপুরের সকল বিভাগের সর্বস্তরের ডাক্তারবৃন্দের অংশগ্রহণে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (গাইনী) সহকারী অধ্যাপক ডা. ইশরাত শারমিন। কেন্দ্রীয় থেকে পাঠানো ওজিএসবি’র প্রতিবাদলিপি পাঠ করেন বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ এবং ওজিএসবি দিনাজপুর শাখার সাধারন সম্পাদক অধ্যাপক জাহানারা বেগম মুন্নি। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডা. মো. সামিউল হোসেন, ডা. রুখসানা মমতাজ লিজা, ডা. ইসমাইল হোসেন, ডা. হাদিউজ্জামান, ডা. সন্দীপন চক্রবর্তী, ডা. ফাতেমা ফারজানা, ডা. মনজুরুল ইসলাম, ডা. আব্দুস সালাম ও দিনাজপুর জেলা বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমিটির সাধারন সম্পাদক মো. আতিকুর রহমান নিউ। বক্তারা বলেন, গত ২৬ ডিসেম্বর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই একজন রোগীর স্বামী কর্তৃক সহকারী অধ্যাপক ও গাইনী সার্জন ডা. আরজু শামীমা রহমান অতর্কিত হামলার শিকার হয়। ডাক্তাররা একজন রোগীর দুঃসময়ের সাথী। রোগীর ব্যথা, যন্ত্রনা লাঘবকারী, তাকে হেনস্থা করা-অসম্মান করা এটা অসুস্থ্য মানসিকতার পরিচয় বহন করে। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জা ও কলঙ্কজনক বিষয়। আসুন আমরা একজন সচেতন নাগরিক হিসেবে এই সকল দানবদের প্রতিহত ও প্রতিরোধ করি। রোগী-চিকিৎসক মুখোমুখি সংঘর্ষে না যাই। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মানবোধ বজায় রাখি। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করি। সেইসাথে ডাক্তার আরজু শামীমা রহমানের হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত তদন্ত সাপেক্ষে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।