
দিনাজপুর প্রতিনিধি
মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর এর কার্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন-ঢাকার সহযোগিতায় পৌরসভার স্থায়ী কমিটির সদস্য ও নারী ক্লাবের সদস্যদের নিয়ে পৌরসভার স্থায়ী কমিটিকে শক্তিশালী করনে পৌরসভা পরিষদের সমন্বয় ষান্মমাসিক সভা অনুষ্ঠিত।
আজ রোববার পৌরসভার স্থায়ী কমিটিকে শক্তিশালী করার বিষয় নিয়ে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। তিনি বলেন, এই কমিটির সদস্যদের নারী নির্যাতন,বাল্যবিবাহ, যৌতুক সহ নারীর ক্ষমতায়ন বৃদ্ধির ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। সরকারী যে সকল সেবা রয়েছে তার সাথে আপনাদের সম্পৃক্ত করার জন্যই এই সভা অনুষ্ঠিত হচ্ছে। স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রীর প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হক নিপা। সভায় নারী ক্লাবের সদস্যদের জীবিকায়নের জন্য এবং জীবন মান উন্নয়নে বিভিন্ন কর্মস্থলে সম্পৃক্ত করার জন্য বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের অফিস সহকারী মো. কামাল হোসেন। তিনি বলেন, মহিলা বিষয়ক দপ্তরের যে সেবা রয়েছে তা আপনাদের জানতে হবে। নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি এবং স্বনির্ভর করতে ৫টি প্রশিক্ষণ চালু রয়েছে। মোমবাতি তৈরী, দর্জি বিজ্ঞান, শো-পিস, বিউটি পার্লার, ব্লক বাটিক । এছাড়া মা ও শিশু সহায়তা ভাতা কর্মসূচী, ভিডাব্লিউবি কর্মসূচী, ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচী, মহিলা সংগঠন সমূহে অনুদান বিতরণ কর্মসূচী, দুঃস্থ্য মা ও শিশু সহায়তা প্রদান কর্মসূচী চালু রয়েছে। এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষক সুমি আরা হক ও সিমি বানু ও আব্দুল মালেক। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন নারী ক্লাবের সদস্য শারমিন সুলতানা, বিশাখা রানী, শিবানী উড়াও, ভারতী বিশ্বাস, জান্নাতুন ফেরদৌস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লীশ্রী’র এসভিএসএম মাজেদুর রহমান।