সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বগুড়া খেলাঘর উদ্বোধন


দিনাজপুর প্রতিনিধি
“খেলাধুলা ভরপুর-জেলা মোদের দিনাজপুর”- এই স্লোগানকে সামনে রেখে আজ রোবরার দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র গণেশতলাস্থ মাজেদা প্লাজায় খেলোয়ারদের পছন্দের ক্রিড়াসামগ্রীর প্রতিষ্ঠান বগুড়া খেলাঘরের উদ্বোধন হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কেটে ও দোয়া-মাহফিলের মাধ্যমে উদ্বোধন করেন সম্মানিত অতিথি বিশিষ্ট সমাজ সেবক একেএম মেহেরুল্লাহ বাদল, সাউথ ইষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মো. কামারুজ্জামান, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাজেদুর রহমান শিলু, সাবেক জাতীয় খেলোয়ার হারুন আল মুন ও খেলোয়ার গৌঁরঙ্গ রায়। উদ্বোধন অনুষ্ঠানে বগুড়া খেলাঘরের প্রোপাইটার যুগল দাম্পতি মো. আলী হাসান ও আয়েশা সিদ্দিকা বলেন, এই দোকান খেলোয়ারদের উন্নতমানের খেলার সামগ্রী প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘদিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে। সেই সাথে এখানে দেশী-বিদেশী রেইনকোর্ট, জার্সি, ক্রেস্টসহ সকল প্রকার খেলাধুলার সামগ্রী বিক্রয় ও সরবরাহ করতে পারবো। আমরা দিনাজপুর জেলায় যে কোনো ক্রিড়া প্রতিযোগিতা বা টুর্নামেন্টে আমরা সক্রিয় থেকে পৃষ্ঠপোষকতা করবো।

Share This

COMMENTS