দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সদর উপজেলায় বালাইনাশক বিষয়ে সচেতনতা বাড়াতে ‘আদর্শ কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। আজ শনিবার সকালে সদর উপজেলার পুলহাট মাসিমপুরস্থ মেসার্স আস্থা এন্টারপ্রাইজ এর আয়োজনে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামি ব্যাংক এর এ ভি পি ম্যানেজার এ. বি. এম আব্দুল বাতেন।
মেসার্স আস্থা এন্টারপ্রাইজের কর্ণধার আলহাজ্ব এম এ জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক আরিফ আহমেদ জুয়েল, বাইটার ক্রপ প্রোটেকশন (বাংলাদেশ) কোং লিমিটেড এর এমডি মি. গেডি (চায়না), ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সেলস ম্যানেজার (নর্থ জোন) মো. জিয়াউর রহমান, রুফ ক্রপ কেয়ার লিমিটেড আর এম মো. আবু রায়হান সরকার, এগ্রিপ্লাস লিমিটেড জোনাল সেলস ম্যানেজার মো. আ. জব্বার, ক্রপ প্রটেকশান এন্ড কেয়ার সেন্টার এস.আর.এস.এম বুলবুল আহমেদ, এস এস এগ্রোকেমিক্যালস এরিয়া ম্যানেজার মো. রুবেল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেরাডাঙ্গী স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো. শহিদুল ইসলাম।
এসময় মি. গেডি চায়না ভাষায় বক্তব্য রাখেন এবং তার বাংলা অনুবাদ করেন বগুরা, বাইটার এর মো. ফিরোজ আলী। কৃষক সমাবেশে বালাইনাশক নিয়ে ব্যাপক আলোচনা করেন বক্তাগন। এছাড়া আগাছানাশক ও ছত্রাকনাশক বিষয়েও আলোচনা হয়। কৃষকদের উদ্দেশ্যে বক্তাগন বলেন, কম খরচে যাতে বেশি পরিমান ফসল ফলানো যায়, এজন্য সঠিক সময়ে সঠিক সার প্রয়োগ করতে হবে। এছাড়া জমিতে জৈব সারের প্রয়োগ বাড়ানোর পরামর্শ দেন বক্তাগন। এক কথায় কৃষকের আস্থায় পরিণত হয়েছৈ মেমার্স আস্থা এন্টারপ্রাইজ। সমাবেশ শেষে লটারির আয়োজন করা হয়।