দিনাজপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী

দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে আজ বুধবার বিকেলে দিনাজপুর পৌর বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিলিত হয়।
এ সময় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান জিয়া -এর সভাপতিত্বে এবং পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. মহিউদ্দিন মন্ডল বকুল-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সভাপতি মো. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কচি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মরহুম খুরশীদ জাহান হক-এর পুত্র শাহরিয়ার আক্তার হক ডন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম , মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতান বিউটি প্রমুখ।
এছাড়াও বর্ণাঢ্য র্যালীতে জেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দল সহ ১২টি ওয়ার্ডের পৌর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ওয়ার্ড পৌর বিএনপি’র কর্মী ও সদস্য অংশ নেন। অপরদিকে পৌর বিএনপি’র উদ্যোগে ১২টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।