সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বিজয় দিবস উদযাপন উপ-কমিটির সভা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে গঠিত চারটি উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পর্যায়ক্রমে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অফিস কক্ষে চারটি উপ কমিটির যথাক্রমে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশুকেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নত মানের খাদ্য পরিবেশন তদারকি উপ কমিটি; তোপধ্বনি উপ কমিটি; আইন -শৃঙ্খলা উপকমিটি এবং জাতীয় পতাকা উত্তোলন তদারকি উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সকল উপকমিটির আহবায়ক মো. জানে আলম এর সভাপতিত্বে চারটি উপকমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল মাসুম, এনডিসি সাহেল আহমেদ, সহকারী কমিশনার শারমিন বেগম , শাহানা আফরোজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ময়নুল হক, দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান, র‍্যাব -১৩ এর মো. আক্কাস হোসেন, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আলিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমান, সাবেক উপজেলা কমান্ডার লোকমান হাকিম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, পুলিশ পরিদর্শক ( আর আই) মো. মহিবুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক (দৈনিক পত্রালাপ) মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আনসার ও ভিডিপির মঞ্জুয়ারা বেগম, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের (২৯৩৬) মাহফিজুল ইসলাম রিপন, দিনাজপুর স্কাউটের মোহাম্মদ সৈকত হোসেন প্রমুখ।

Share This