দিনাজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, দিনাজপুর এর আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, দিনাজপুরে পরিবার পরিকল্পনা দিনাজপুর এর উপ-পরিচালক এ.টি.এম নজমূল হুদা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এর পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. আনোয়ার হোসেন, দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তবে বলেন – দেশের তরুণ প্রজন্ম দেশ ও জাতির ভবিষ্যৎ । তরুণ জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করতে হবে। তরুণদেরকে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেয়ার এখনই উপযুক্ত সময়, তাইতো এবারের প্রতিপাদ্য বিষয় যুক্তিযুক্ত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফপিসিএস-কিউএটি দিনাজপুর এর সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. রেজাউল হক।
দিনাজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাইমুর রহমান এর প্রাণবন্ত সঞ্চালনায় মাঠ কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মন্জুরুল ইসলাম, পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মিতা রানী।
অনুষ্ঠানে প্রজেক্টর এর মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ এর বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলার শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানের প্রধানদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভায় জেলা ও সদর উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।