দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর পরিচালক (বাণিজ্যিক), যুগ্মসচিব মো. মনিরুজ্জামান আজ শনিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর শহরের পুলহাট বিসিআইসি বাফার (সার) গোডাউন পরিদর্শন করেছেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইস’র ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বিপনন) মো. মন্জুর রেজা । এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিআইসি বাফার গুদাম পুলহাটের সমন্বয় কর্মকর্তা ও ইনচার্জ অর্জুন রায়, ফার্টিলাইজার এসোসিয়েশন দিনাজপুরের পরিচালক ফরহাদুল ইসলাম প্রমুখ।
পরিদর্শন কালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন(বিসিআইসি) এর পরিচালক (বাণিজ্যিক), যুগ্মসচিব মো. মনিরুজ্জামান পুলহাট সার গোডাউন এর সকল ভবন ঘুরে দেখেন এবং সারের মজুদ সহ বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় কর্মকর্তার সাথে বিনিময় করেন। তিনি গোডাউনের সকল রেজিস্টার খাতা, গাড়ি লোড, আন লোডিং, ডেলিভারি সহ সবকিছু বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি অফিসের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তিনি নির্মানাধীন কাউগা, দিনাজপুর বাফার গুদাম পরিদর্শন করেন এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন ।
মত বিনিময়ে তিনি জানান, ২০,০০০ মেঃ টঃ ধারন ক্ষমতা সম্পন্ন গুদাম নির্মান সম্পন্ন হলে দিনাজপুর জেলার কৃষকরা সহজে ও সুলভমূল্যে সার পাবেন। এখান থেকে তিনি পার্বতীপুরে বাফার গুদাম ও নীলফামারী জেলার বাফার গুদাম পরিদর্শন করেন।