সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও দিনাজপুর রোটারি ক্লাবের সেক্রেটারি এডভোকেট হুসনা – উল- আসমা এর পিতা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অবসরপ্রাপ্ত সাবেক সুবেদার ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদ (৭০) এর রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় দিনাজপুর সদরের ৪ নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর ফুটবল খেলার মাঠে গার্ড অব অনার প্রদান করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লোকমান হাকিম। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
গার্ড অব অনার প্রদানের পর মরহুমের নামাজে জানাজা শেষে শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাযা ও দাফন কার্যে মরহুমের পরিবারের সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধা, আইনজীবী, দিনাজপুর রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আরিফুর রহমান আরিফ, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লীবৃন্দ অংশ নেন।

Share This