সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’; এবং ৯ ডিসেম্বর ২০২৪ বেগম রোকেয়া দিবস ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম এর সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত ই রাব্বান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোর্শেদ আলম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডে-কেয়ার অফিসার শারমিনাজ ইসলাম রেজভিন। উক্ত অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরে দিনাজপুর জেলার জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে (কাহারোল- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী শেফালী হাজরা, ফুলবাড়ী-শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কুমারী শিমলা রানী, বিরামপুর – সফল জননী নারী মেরিনা বেসরা, পার্বতীপুর নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু – মোছা. শাপলা খাতুন, ঘোড়াঘাট – সমাজ উন্নয়নে মহাসিনা খাতুন) উত্তরীয়, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।

Share This