দিনাজপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দিনাজপুর প্রতিনিধি
মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে দিনাজপুরে আলোচনা সভা, ধর্মীয় প্রতিযোগিতা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান করেছে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ।
গতকাল শনিবার রাতে শহরের বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ।
তিনি বলেন, শ্রীকৃষ্ণ ভগবানের জীবন ও শিক্ষা মানব সমাজের জন্য এক অনন্য আলোকবর্তিকা। তিনি ন্যায়, ধর্ম, প্রেম ও ভক্তির মূর্ত প্রতীক। জীবনের প্রতিটি সংকটে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সাহস, সত্য ও আত্মবিশ্বাসের পথে চলতে। ভক্তদের প্রতি তাঁর অটল প্রেম ও করুণা আজও সকলের হৃদয়ে অনুপ্রেরণা জাগায়। তিনি আরো বলেন, পবিত্র গীতার প্রত্যেকটি কথা আমাদের অজ্ঞান অন্ধকার দূর করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতির মুক্তির জন্য যুগে যুগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদেরর সভাপতি সমর দাসের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংবাদিক ও উদযাপন পরিষদের উপদেষ্টা চিত্ত ঘোষ এর সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশন পরিচালনা পর্ষদের সভাপতি অজয় চ্যাটার্জী, বাসুনিয়াপট্টি দুর্গা মন্দির কমিটির সভাপতি ডা. শান্তনু বসু।
এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদেরর সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, উপদেষ্টা প্রেম নাথ রায় ও সাবেক সভাপতি ঈশ্চর চন্দ্র গুপ্ত।
উল্লেখ্য, প্রতিবছর বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বেশ জাঁকজমকভাবে জন্মাষ্টমী উদযাপন করলেও এবছর উৎসবের কর্মসূচি ও ব্যয় সংকোচন করে দিনব্যাপী ধর্মীয় ও ভক্তিমূলক গান প্রতিযোগিতা করা হয়।
আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকলকে সনদপত্র এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা ও দিনব্যাপী অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত-পুন্যার্থী অংশ নেন।