দিনাজপুরে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২৪-২৫ এর আওতায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুরে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে দিনাজপুর স্টেশন ক্লাবে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, যারা খেলাধুলা করে তাদের হিংসা, বিদ্বেষ ও রাগ কম। যারা খেলাধুলা করে না তাদের রাগ বেশি, তারা মুহুর্তেই রেগে যায়। তারা বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশি এমনকি মা-বাবার সাথেও অনেক সময় খারাপ ব্যবহার করে। তাই বিনোদনের প্রয়োজনার্থে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তাহলে মাথা ঠান্ডা থাকবে এবং স্মরণশক্তি তীক্ষè পাবে। শরীরে রোগবালাই কম হয়। এজন্য খেলাধুলায় নানান রকমের উপকারিতা রয়েছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, সারাদিন বাইরে থাকলেও বেলা ডুবার সাথে সাথে অর্থাৎ সন্ধ্যা হলেই বাসায় ঢুকতে হবে। আর যেই বন্ধুরা মাদকাশক্ত তাদের থেকে দুরে থাকবে।
জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোছা. সামসুন নাহার, জেলা গ্রন্থাগারের সহকারি পরিচালক কে এম মেহেদী হাসান, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা ছবি, ছাত্র প্রতিনিধি একরামুল হক আবীর।
আলোচনা শেষে চ্যম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আয়োজকবৃন্দ জানান, ভলিবল খেলায় ৪টি স্কুল প্রতিযোগিতা করে। স্কুলগুলো হচ্ছে উত্তর গোসাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, চেহেলগাজী শিক্ষা নিকেতন হাই স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। খেলায় ২-০ সেটে চেহেলগাজী শিক্ষা নিকেতন চ্যাম্পিয়ন হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪টি বালিকা দল এবং ৮টি বালক দল অংশগ্রহন করে।
দিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষক, শিক্ষিকা, নাগরিক কমিটির প্রতিনিধি রেজাউল ইসলামসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।