দিনাজপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ২৫মে-২০২৫ রোববার সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি মেলা-২০২৫ এবং উপজেলা পরিষদ হলরুম জনসচেতনতা মূলকসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমি সেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। হয়রানি মুক্ত ও জন-বান্ধব ভূমি সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধ-পরিকর, সেই লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগত-ভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে ভূমির মালিকেরা হয়রানি থেকে রক্ষা পাবেন। সেই সাথে সরকারের ভুমি সেবার মান অগ্রগতি হবে বলে তিনি ব্যক্ত করেন। নামজারি ভূমি উন্নয়ন কর,পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইন ভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোনো সময় সপ্তাহে সাত দিন দিনরাত ২৪ ঘন্টায় কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. জানে আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মুহ. সাদ্দাম হোসেন। “নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি- নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যাকে সামনে রেখে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. মনজুর মোর্শেদ ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহিনা বেগম। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা শারমিন। এর আগে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সার্বিক সহযোগিতায় সদর উপজেলা ভূমি অফিস ক্যাম্পাসে ভূমি মেলা-২০২৫ এর ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে (২৫-২৭মে) মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।