সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন কনফারেন্স রুমে আজ রোববার দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আয়োজনে এবং প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মলিন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক একেএম আজাদ ও অরবিন্দ শিশু হাসপাতালের সাধারন সম্পাদক মো. শামীম কবির। বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডা. মমতাজ বেগম পলী’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক মো. আতিকুর রহমান নিউ এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম কবির, হসপিটাল ম্যানেজার এ এস এম আক্তার শামীম, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো. ইসতাক মাহমুদ, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিনিয়র পিআরও মো. আশরাফ আলী খাঁন, বেস্ট কেয়ার হসপিটালের এডমিন অফিসার মো. আকরাম হোসেন আসিফ, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের অফিস সহকারী মো. মঞ্জুরুল ইসলাম, চেক-আপ হাসপাতালের সি.ও.ও মো. মনিরুজ্জামান, যমুনা ক্লিনিকের পরিচালক মো. জাকির হোসেন, ইউনাইটেড ল্যাব এর প্রতিনিধি মো. দিলওয়ার হোসেন শাহ্ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারন সম্পাদক মো. আতিকুর রহমান নিউ। উক্ত অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু।

Share This