দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র (পুরাতন রিভলবার) উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচারনা করা হয়। এ সময় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা সেতাবগঞ্জ পৌরসভার বাশহাটি এলাকার পূর্ব-দক্ষিণ কোণে পাবলিক টয়লেটের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র (পুরাতন রিভলভার) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি (পুরাতন রিভলবার) জব্দ করা হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কর্তৃক গণমাধ্যমেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।