বৃহস্পতিবার, ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে রশনি মহিলা উন্নয়ন সংস্থা’র আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
“গাছ লাগাই পরিবেশ বাঁচাই ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রশনি মহিলা উন্নয়ন সংস্থা’র আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং রশনি যুব নারী কল্যাণ সংস্থা’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৭ দিনব্যাপী ব্লকবাটিক ও প্রিন্টিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর শহরে কালিতলাস্থ রশনি মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয় সংলগ্ন মাঠে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং কার্যালয়ে সনদপত্র বিতরণ করেন রশনি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছা. শামসুন নাহার বেগম।
রশনি যুব নারী কল্যাণ সংস্থা’র সভাপতি রুবাইয়্যাত হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশনি মহিলা উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ শামীমা ইয়াসমিন, রশনি’র সেলাই প্রশিক্ষক কাজী ফাহিমা, রশনি’র সদস্য মোছা. মেহের নেগার।
এছাড়াও যুব প্রশিক্ষণার্থীনি আয়েশা সিদ্দিকা, আলিমা খাতুন, ফাতেমা র‌ওফিকা, বিলকিস আক্তার, মোছা. কাকুলী আক্তার, আরিশা বেগম ও নায়না ইসলাম (টুম্পা) সহ অন্যান্য প্রশিক্ষণার্থীনিরা উপস্থিত ছিলেন।

Share This