রবিবার, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি
ফটো সাংবাদিক ইউসুফ এর বড় মামা ও দিনাজপুর শহরের পাক-পাহাড়পুর নিবাসী সাবেক গোল কিপার বর্তমানে কোচ নাসিম পারভেজ পুতুল ও নিভেল এর পিতা বীর মুক্তিযোদ্ধা এম আব্দুর রহিম (৮০) এর রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান এবং নামাযের জানাযা শেষে শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
আজ বুধবার বিকেল সোয়া ৫টায় দিনাজপুর শহরের লোক ভবন মাঠে গার্ড অব অনার শেষে বাদ আছর মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় দিনাজপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, দিগন্ত শিল্পী গোষ্ঠীর সভাপতি ফারুক গজনবী, বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দিনাজপুর জেলা শাখার সভাপতি এএমডি আরজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবীবৃন্দ, দিনাজপুর নবরূপী ও দিনাজপুর ইনস্টিটিউট এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, খেলোয়াড়বৃন্দসহ মরহুমের সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, শুভাকাঙ্খিবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযার নামাজে ইমামতি করেন পাক পাহাড়পুর জামে মসজিদের ইমাম মো. আব্দুল ওয়াহেদ। আগামী ১৫ আগস্ট শুক্রবার পাক-পাহাড়পুর জামে মসজিদে জুম্মা’র নামাজ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫ রাত ১১ টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা , নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Share This