
দিনাজপুর প্রতিনিধি
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন-এর আয়োজনে এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, দিনাজপুর শাখার সার্বিক সহযোগিতায় “দেশীয় ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে অবস্থিত সনামধন্য দীপশিখা মেটি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫০০টি দেশীয় ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, দিনাজপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. মোর্শেদ জামিল, দীপশিখা মেটি স্কুলের প্রধান শিক্ষক শাহিনুর আলম, লংকাবাংলা ফাইন্যান্সের অন্যান্য নির্বাহী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চারা বিতরণ অনুষ্ঠানে মো. মোর্শেদ জামিল বলেন, “আমাদের চারপাশের প্রকৃতি শুধু সৌন্দর্যের নয়, টিকে থাকার অবলম্বনও বটে। দেশীয় ফলজ গাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লংকাবাংলা ফাউন্ডেশন বিশ্বাস করেÑপ্রতিটি গাছ একটি ভবিষ্যতের বীজ। আজকের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, প্রাণবন্ত ও স্বাস্থ্যসম্মত পৃথিবী গড়ার ছোট্ট প্রয়াস। আমরা চাই, সবাই মিলে প্রকৃতি সংরক্ষণের এই আন্দোলনে যুক্ত হোক।”
তিনি আরও বলেন, “লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও এসব উদ্যোগ আরও সম্প্রসারিত হবে, যেন টেকসই উন্নয়ন ও মানবকল্যাণের পথে আমাদের যাত্রা অব্যাহত থাকে।”
এছাড়া শিক্ষার্থীরাও নিজেদের হাতে চারা পেয়ে পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীকী অঙ্গীকার প্রকাশ করে।