দিনাজপর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার পুর্ব ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ও দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে আজ শনিবার বিকেল ৪ টায় শহরের বিভিন্ন সড়কে জামায়াতে ইসলামী দাওয়াতি অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্মীয় ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর-৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মাইনুল হক। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর জামাতে আমির মো. সিরাজুস সালেহীন, সেক্রেটারী মো. কামরুল হাসান রাসেল, দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মো. মুজিবুর রহমান সহ দিনাজপুর জেলা জামায়াতের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতে অভিযানে শহরের বিভিন্ন এলাকায় হ্যান্ডবিল বিতরণ করা হয়। হ্যান্ডবিলে ইসলামী জ্ঞান চর্চা এক নিখুঁত পরিকল্পনা, উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন, জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি, জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনে নিয়মতান্ত্রিক আন্দোলন, ইকামতে দ্বীনের দায়িত্ব, জামায়াতবদ্ধ জীবনের গুরুত্ব, জামায়তে ইসলামী কোন ধরনের দল, ঈমান ও আক্বীদা, জামায়তে ইসলামীর সংগঠন, জামায়াতের ৩ দফা দাওয়াত, জামায়াতের ৪ দফা কর্মসূচি, জামায়াতে ইসলামীর কর্মনীতি, জামায়াতে ইসলামীর অবদান, ইসলামের বিজয়ের জন্য শর্তাবলী সহ বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা রয়েছে।