
দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে দিনাজপুর আইনজীবী সমিতি প্রাঙ্গনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার দিনাজপুর জেলা শাখার সভাপতি এড.আবু রুশদ হাবিবের সভাপতিত্বে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক এড. একেএম রেজাউল কবির চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য এড.আব্দুল হালিম।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের শাহ এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তাই আমাদের সকলেরই উচিত মনুষ্যত্বের চর্চায় গুণান্বিত হয়ে মানবিক কাজে এগিয়ে আসা। এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এড. হাজী আবু তালেব. সহ সভাপতি এড. কবির বীন চার্লি . সহ সম্পাদক এড. রিয়াজুল ইসলাম শাহ.এড. মারুফ হোসেন ইমন চৌধুরী. কোষাধ্যক্ষ এড.সুপ্রিম. ব্যানার্জি. এড.আবু তাহের. এড.ফেরদৌস সরদার. জাহানারা বেগম.এড.আনারুল ইসলাম. মুসলিম লীগের সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও নিবাহী কমিটির সদস্য লায়লাতুল রিমা সুরুচি. এড.সাবিনা ইয়াসমিন. ইকবাল হোসেন. নুরুল মাষ্টার. ফয়সাল জাহিদ. সুমন রায়. সুমন হোসেন.অফিস সহকারী আবু সাদাত সায়েম প্রমুখ।
সংগঠনের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এলাকার প্রায় দুই শতাধিক বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলো। বিতরণকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারন সম্পাদক এডভোকেট রেজাউল কবির চোধুরি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতি বছরের মতো এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজন মানুষেরও শীতের কষ্ট লাঘব করতে পারে, তবেই আমাদের সার্থকতা।
উল্লেখ্য, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা দিনাজপুর জেলা শাখা প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন এলাকায় বিনা খরচে আইনি সহায়তা প্রদানসহ অধিকার বঞ্চিত মানুষের সমাধান দিয়ে স্থানীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে। আগামী দিনগুলোতেও তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।