দিনাজপুরে শোকাবহ মহারাজা স্কুল ট্র্যাজেডি দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি
৬ই জানুয়ারি স্মৃতি পরিষদের উদ্যোগে দিনাজপুরে শোকাবহ মহারাজা স্কুল ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শেষে বিজয়ের মাত্র ২০ দিনের মাথায় ১৯৭২ সালের এইদিনে মহারাজা স্কুলে গড়ে উঠা মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণ হলে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধার অকাল প্রয়াণ ঘটে। সেই শোকাবহ ঘটনা স্মরণে ৬ই জানুয়ারি স্মৃতি পরিষদ চেহেলগাজী মাজার প্রাঙ্গণে চির নিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধাদের গণ সমাধীতে এবং মহারাজা স্কুলে অবস্থিত স্মৃতি সৌধে সোমবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। চেহেলগাজী মাজার প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের পারলৌকিক মুক্তি কামনায় মুনাজাত করা হয়।
মহারাজা স্কুল প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা ও শপথ বাক্য পাঠ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৬ই জানুয়ারি স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সফিকুল হক ছুটু। আলোচনা করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গোলিয়া এবং ৬ই জানুয়ারি স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আজহারুল আজাদ জুয়েল। শপথ বাক্য পাঠ করান ৬ই জানুয়ারি স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক সুলতান কামালউদ্দীন বাচ্চু। আলোচকগণ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করার উপর গুরুত্ব আরোপ করেন এবং একই লক্ষ্য নিয়ে শপথ বাক্য পাঠ করেন। হাজার বছরের অসাম্প্রদায়িকতা ধরে রেখে সকল অপসংস্কৃতি প্রতিরোধ করারও শপথ নেয়া হয়। বাদ আছর মহারাজা স্কুল জামে মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মাহতাবউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মো. আলিমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ শাওন, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. আসাদুজ্জামান বাসু (বাচ্চু), শিক্ষক নেতা সফিকুল ইসলাম, দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাবেক সভাপতি রবিউল আওয়াল খোকা, সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ, নাট্য পরিচালক নির্দেশক তারিকুজ্জামান তারিক, গ্যালাড়ী ষড়ং এর পরিচালক রাজিউদ্দীন চৌধুরী ডাব্লু, ভৈরবীর পরিচালক মো. রহমতুল্লাহ রহমত, জাসদ নেতা অ্যাডভোকেট লিয়াকত আলী ও মো. শহিদুল্লাহ, তেভাগা চেতনা পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট রেয়াজুল ইসলাম রাজু, বিভাগীয় লেখক পরিষদের জেলা সভাপতি ওয়াসিম আহমেদ শান্ত, সরকারি মহিলা কলেজের অধ্যাপক নুরে আলম সিদ্দিকী, কবি তুষার শুভ্র বসাক, ভিডিও সাংবাদিক সাব্বির আহমেদ, মামুনুর রহমান, দিনাজপুর কন্ঠ সম্পাদক মিজানুর রহমান ডোফুরা প্রমুখ।