দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
“পরিকল্পিত বনায়ন করি-সবুজ বাংলাদেশ গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর ঐতিহাসিক গোড়-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে দিনাজপুর জেলা বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড়মাঠে মেলা মঞ্চে গিয়ে শেষ হয়। এরপর ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো. মারফাত হোসাইন। এরপর মেলা মঞ্চে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫ এর সদস্য সচিব মো. আনোয়ার হোসেন সরকার। দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।