সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুরে সুইচকন্টাক্ট এর প্রবৃদ্ধি প্রকল্পের উদ্যোগে ওয়ার্কসপ অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে সুইসকন্টাক্টএর প্রবৃদ্ধি প্রকল্পের উদ্যোগে কম্পোস্ট উৎপাদনে রাইস মিলের ছাই ব্যবহারের সম্ভাবতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকল ১১টায় হোটেল গ্র্যান্ড নূর এর হল রুমে ছাই দিয়ে জৈব সার উৎপাদনকারী, বিশেষজ্ঞ এবং স্থানীয় অংশীদারজনের জৈব সার উৎপাদনে (আরএইচএ) সম্ভাবনা অন্বেষণই কর্মশালার মূল লক্ষ্য। কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রবৃদ্ধিও প্রতিনিধি, কম্পোস্ট সার উৎপাদনের চলমান অনুশীলন এবং সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন হাবিপ্রবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শাহ্ মইনুর রহমান। স্থানীয় জৈব্য সার উৎপাদকের বক্তব্য রাখেন আমিনুর রহমান, আরো বক্তব্য রাখেন দিনাজপুর প্রবৃদ্ধির লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট কো অর্ডিনেটর ইব্রাহীম সাঈদ খান, দিনাজপুর প্রবৃদ্ধির প্রকল্প অফিসার মো. সাইদুল ইসলাম, উক্ত কর্মশালাটি সম্পাপ্তি ঘোষনা করেন রুনায়েত আমিন রেজা।
কর্মশালায় সবুজ ব্যবসার উন্নয়নে কম্পোস্ট সারের জন্য ছাই ব্যাবহারে অনেক বিষয় উঠে এসেছে, তা হল ছাই কে কম্পোস্ট সারে রুপান্তর করা, ছাই এর গুনগত মান পরীক্ষা, ছাইয়ের সুবিধা বান্ধব পরিবহন ব্যবহার, আবাদী ফসলে ছাইয়ের তৈরী জৈব সারের ব্যবহারের পরিমাপ ইত্যাদি।

Share This