মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ১০ দিনের বৃক্ষমেলায় কোটি টাকার চারা বিক্রি

দিনাজপুর প্রতিনিধি
“পরিকল্পিত বনায়ন করি-সবুজ বাংলাদেশ গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর ঐতিহাসিক গোড়-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে ১০ দিনব্যাপী দিনাজপুর জেলা বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় বড়মাঠে মেলা মঞ্চে দশ দিনব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, বিএডিসি দিনাজপুরের উপপরিচালক ড. মো. সুলতানুল আলম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫ এর সদস্য সচিব মো. আনোয়ার হোসেন সরকার।
আয়োজকরা জানান, ১০ দিনব্যাপী বৃক্ষমেলায় ২ লাখ ৯৫ হাজার ৬০টি চারা বিক্রি হয়েছে। যার মূল্য ৯৭ লাখ ৫৩ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী সংরক্ষক নুরুন্নাহার। এরপর মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল সমূহের মধ্যে সনদপত্র প্রদান করা হয় এবং তিনটি স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করায় তিনজনকে ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া প্রথম দিনের কুইজ প্রতিযোগিতার সঠিক উত্তরদাতা ৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোহাম্মদ হারুন উর রশিদ।

Share This