বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত


দিনাজপুর প্রতিনিধি
“স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি- এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুর এর আয়োজনে এবং স্থানীয় এনজিও প্রতিনিধিদের সহযোগিতায় ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর হতে র‌্যালী বের হয়। উক্ত র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুনির হোসেন, সিভিল সার্জনের পক্ষে ডা. হোসেন মোহাম্মদ নাহিদ। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. হোসেন মোহাম্মদ নাহিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের কনসালটেন্ট ডা. মো. নাসিম হোসেন। এনজিও সংস্থাগুলোর পক্ষে বক্তব্য রাখেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরাম এর সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহ নেওয়াজ, সিডিডি’র ফিল্ড কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়, সিডিএ’র রিসোর্স পারসন ও প্রতিবন্ধী বিষয়ক নেত্রী অনামিকা পান্ডে, প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন সংস্থা’র সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ। বক্তারা বলেন, প্রকৃতির কারণে সমাজে প্রতিবন্ধীতা ব্যক্তিদের অবহেলা না করে তাদের ভালোবাসুন। সমাজের বৈষম্য দূর করে বৈষম্যমুক্ত সমাজ গড়তে হবে। অটিজম ব্যক্তিদের বোঝা না করে উন্নয়নের অংশীদার হিসেবে তাদের বরণ করার মানসিকতা গড়ে তুলতে হবে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মো. মিজানুর রহমান মিজান।

Share This