বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ৫ দিন ব্যাপী জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে ৫ দিন ব্যাপী ৭ম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বিকেল ৩ টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার আয়োজনে প্রধান অতিথি হিসেবে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও দিনাজপুর জেলা স্কাউটস এর সভাপতি মো. রফিকুল ইসলাম।
জেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান এর সভাপতিত্বে এসময় দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সম্পাদক মো. আবু সাঈদ, উপ পরিচালক সত্যরঞ্জন বর্মন, সহকারি পরিচালক মো. সৈকত হোসেন, দিনাজপুর জেলা স্কাউটস সম্পাদক মো. আকরাম হোসেন, কাব ক্যাম্পুরীর প্রোগ্রাম চীফ মো. মহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ক্যাম্পুরীতে জেলার ১৩ টি উপজেলার ৭২ টি ইউনিটের ৫ শত ১০ জন কাব সদস্য, ৩২ রোভার স্কাউটস সদস্য, ৭২ জন ইউনিট লিডার, গ্রুপ সভাপতি, ৫৫ জন কর্মকর্তা, প্রশিক্ষকগণ অংশগ্রহন করেন।

Share This