স্টাফ রিপোর্টার
দিনাজপুরে শহিদ জমির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং মাধ্যমিক শিক্ষা অফিস সদর দিনাজপুর সদর সহযোগিতায় জেডসি ফ্রেন্ডলী পরিবেশবান্ধব সবুজ বিদ্যালয় ঘোষনার করলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম।
আজ বৃহস্পতিবার দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং ফাজিলপুর ইউনিয়নের ইউপি মেম্বার মো. সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন এর এডুকেশন টেকনিশিয়ান অফিসার জনপল স্কু। প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম একসাথে ৩নং ফাজিলপুর ইউনিয়নের প্রাণ কুমার উচ্চ বিদ্যালয়, মালিগ্রাম আলিম মাদ্রাসা, পরজপুর গার্লস হাই স্কুল, শহিদ জমির উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজ, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়, চেহেলগাজী প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, খোসালপুর উচ্চ বালিকা বিদ্যালয়কে পরিবেশবান্ধব সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা করেন। বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, শিক্ষার্থীদের প্রকৃত এবং মানবতার সাথে সংযুক্ত করার জন্য এবং বিদ্যালয়কে শিক্ষার কেন্দ্র হিসেবে রুপান্তরিত করার লক্ষ্যে একটি নতুন সামগ্রিক মডেল হিসেবে জিইডিএসআই (জেন্ডার, সমতা প্রতিবন্ধী এবং সামাজিক অন্তর্ভুক্তি) ফ্রেন্ডলী গ্রীণ স্কুল ধারনাটি নেওয়া হয়েছে। সেখানে প্রকৃত মডেলটি অন্তর্ভুক্ত করার মাধ্যমে আরও সমৃদ্ধ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ জমির উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক তরনী কান্ত রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার রায়। প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম বলেন, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও বিদ্যালয় ব্যবস্থাপনার সমন্বয়ে একটি সমন্বিত সবুজ বিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এবং তাদের এ বিষয়ে ওরিয়েন্টেশন করে সবুজ বিদ্যালয় বাস্তবায়নের জন্য কাজ শুরু করা। বিদ্যালয়ের সার্বিক অবস্থা বিশ্লেষন ও সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য একটি সার্বিক কর্মপরিকল্পনা গ্রহণ করা। কমিটির সদস্যদের দায়িত্ব ভাগ করে কর্মপরিকল্পনা অনুযায়ী নিয়মিত কার্যক্রম ফলোআপ করা ও নিয়মিত সভায় কর্মপরিকল্পনা অনুযায়ী ফলাফল পর্যবেক্ষণ করা, বিদ্যালয়কে সমন্বিত সবুজ বিদ্যালয় করা ও তা অব্যাহত রাখার জন্য কমিটির কার্যক্রম সচল রাখা। অনুষ্ঠানে ৮টি স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থীসহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিশু ফোরামের পিয়াস রায় ও পঞ্চমী রায়।