দিনাজপুর ইনস্টিটিউট এর ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃহত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউটের সপ্তাহব্যাপী ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বেলুন-ফেস্টুন উড়িয়ে ১২০তম প্রতিষ্ঠা বাষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আল আব্দুল্লাহ। এসময় র্যালীতে উপস্থিত ছিলেন পাটোয়ারী বিজনেস হাউস প্রাঃ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ, অনুষ্ঠানের আহবায়ক দিনাজপুর ইনস্টিটিউট এর সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী ও উদযাপন কমিটির সদস্য সচিব মো. আতিকুর রহমান নিউ, দিনাজপুর ইনস্টিটিউটের সহ-সভাপতি অধ্যাপক আমিনুল হক, সামসুল আলম, প্রকৌশলী মো. মহিউদ্দিন আলমগীর, সহ-সাধারন সম্পাদক সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, খন্দকার আরিফুজ্জামান নাঈম, সামসুজ্জামান চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ মকশেদ আলী মঙ্গলিয়া, ক্রীড়া সম্পাদক মো. রায়হানুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সাইফুর রহমান, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, আ.ন.ম গোলাম রব্বানী, নুরুল আলম, বাবু অশোক কুমার কুন্ডু, শামীম আজাদ, আবুল কালাম আজাদ, এ্যাড নুর ইসলাম, মো. শামীম শেখ, চেম্বারের পরিচালক শামীম কবীর অপু, সাবেক পরিচালক শাহ রেজাউর রহমান হিরু, ডা. ইসতিয়াক প্রমুখ। র্যালীতে ঘোড়ার গাড়ি, আদিবাসীদের ঘোড়া নৃত্যসহ গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়। ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন শেষে সন্ধ্যায় ইনস্টিটিউট চত্বরে সপ্তাহব্যাপী গুণীজন সংবর্ধনা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান,সংগীত ও স্যুভেনির প্রকাশ এর আয়োজন করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি মো. আব্দুস সামাদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আল আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ হাফিজুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক ও ইনস্টিটিউটের সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব আতিকুর রহমান নিউ।