সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুর ইনস্টিটিউট ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

 

দিনাজপুর প্রতিনিধি
আতসবাজি আর জাঁকজকম অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো দিনাজপুর ইনস্টিটিউট ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫। ফাইনালে মেয়েদের দ্বৈত মুন্সিপাড়া সচেতন সংঘ ২-০ সেটে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে , ছেলেদের দ্বৈতে সাখাওয়াত জুটি ২-১ সেটে আহনাফ ফারদিন জুটিকে , রংপুর ব্যাডমিন্টন ক্লাব ২-১ সেটে নিউ স্পোর্টস ওর্য়াস কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সাফাকাত জুটি ২-০ সেটে নাজমুল রাকিব জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
গতকাল শনিবার রাতে দিনাজপুর ইনস্টিটিউট এর আয়োাজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু।
অনুষ্ঠানে দিনাজপুর ইনস্টিটিউট এর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক সুনীল কুমার চক্রবর্তী, সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান পাটোয়ারী (মোহন), দিনাজপুর চেম্বারের পরিচালক মনোরঞ্জন দাস মনোজ, পাটোয়ারী বিজনেস হাউজ প্রাইভেট লিমিটেড এর পরিচালক মিজানুর রহমান পাটোয়ারী বাবু প্রমূখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের খেলা দিনাজপুরে সকলের মাঝে প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছে। দিনাজপুর ইনস্টিটিউট প্রতি বছরে এই ধরনের খেলার আয়োজনের মাধ্যমে যুবকদের মরণব্যাধি মাদক হতে দূরে রাখছে। নেশা থেকে বিরত রেখে খেলার প্রতি আকৃষ্ট করে একটি আদর্শ সমাজ গঠনের সুস্থ সবল যুবক তৈরি করার কাজে সহযোগিতা করছে দিনাজপুর ইনস্টিটিউট। এই ধরনের আয়োজন অন্যান্য সংগঠন করলে দিনাজপুর জেলাকে মাদকমুক্ত সমাজ গঠনের ব্যাপক ভূমিকা রাখবে আমরা আশাবাদী। তাই আগামীতে আয়োজকরা এই ধরনের কার্যক্রম আয়োজন করলে সেই কার্যক্রম সফল করার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে লটারীর ড্র অনুষ্ঠিত হয়।

Share This