সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

দিনাজপুর প্রতিনিধি
ব্যাপক আনন্দঘন পরিবেশে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন, সদর উপজেলা মাধ্যমিক অফিসার মো. মিরাজুল ইসলাম।
এসময় অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা শরীরকে সুস্থ এবং মনকে সতেজ রাখে। ক্রীড়া সৌহার্দ্য সম্প্রীতি বন্ধনের প্রতীক। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
আয়োজকবৃন্দ জানান, ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ‘ক’ গ্রুপে ৩য় ও ৪র্থ শ্রেনির বালক বালিকাদের ৭৫ মিটার দৌড়, ব্যাঙ দৌড় ও বিস্কুট দৌড়। ‘খ’ গ্রুপে ৫ম শ্রেনির বালক বালিকাদের ১০০ মিটার দৌড়, ব্যাং দৌড়, বিস্কুট দৌড়, মোরগ যুদ্ধ ও রশি চালনা। ‘গ’ গ্রুপে ৬ষ্ঠ শ্রেনির বালক বালিকাদের ১০০ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, রশি চালনা, অংক দৌড় ও গোলক নিক্ষেপ। ‘ঘ’ গ্রুপে ৭ম ও ৮ম শ্রেনির বালক বালিকাদের ২০০ মিটার দৌড়, চাকতী নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, গোলক নিক্ষেপ। ‘ঙ’ গ্রুপে ৯ম ও ১০ম শ্রেনির বালক বালিকাদের ২০০ ও ৪০০ মিটার দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, ধীর গতিতে সাইকেল চালনা ও বালিশ চালনা। ‘চ’ গ্রুপে ৯ম ও ১০ম শ্রেনির (ভোকেশনাল) বালক বালিকাদের ১০০ মিটার দৌড়, দ্রুত হাটা, দীর্ঘ লম্ফ, চাকতী নিক্ষেপ, লৌহ গোলক নিক্ষেপ ও বালিশ চালনা। ‘ছ’ গ্রুপে এসএসসি পরীক্ষার্থী বালক বালিকাদের ২০০ মিটার দৌড় ও বেলুন ফাটানো। এছাড়া বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির কর্মচারীদের ৭৫ মিটার দৌড়, শিক্ষকদের ১০০ মিটার দৌড়, শিক্ষিকাদের বালিশ বদল, পুরষ অতিথিদের বেলুন ফাটানো, মহিলা অতিথিদের বালিশ বদল, সকল ছাত্র-ছাত্রীদের যেমন খুশি তেমন সাজো।
ক্রীড়া পরিচালনায় ছিলেন দিবা শাখার সিনিয়র শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, মো. মোজাফফর হোসেন, প্রভাতি শাখার সহকারি শিক্ষক কামরুন নাহার (২), দিবা শাখার সহকারি শিক্ষক সাবিহা ইয়াসমিন ও খন্ড-প্রভাতি শাখার সহকারি শিক্ষক তৌহিদা পারভীন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য, গান ও নাটিকা পরিবেশন করেন। দিনব্যাপী অনুষ্ঠানটি প্রানবন্ত সঞ্চালনা করেন প্রভাতি শাখার সিনিয়র শিক্ষক কামরুন নাহার ও দিবা শাখার সহকারি শিক্ষক মো. আখতার আহসান। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This