সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুর কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজে নবীন বরণ


দিনাজপুর প্রতিনিধি
মনোমুগ্ধকর নাচ, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার মধ্যদিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে দিনাজপুর কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ। এসময় ৩৫০ জন নবীন শিক্ষার্থীর হাতে একটি করে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানায় দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে দ্বাদশ শ্রেণির আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. জাহিদুল আলম শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইংরেজি প্রভাষক ভূজঙ্গধর রায়, ইতিহাস প্রভাষক হালিমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ আয়োজন কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শেখার জন্য এসো, সেবার জন্য যাও। এই দুটি কথার গুরুত্ব ব্যাপক। অতীতে অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করে এই শিক্ষাঙ্গনের মুখ উজ্জ্বল করেছেন। বর্তমানে তাদের মধ্যে কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, আবার কেউবা ইঞ্জিনিয়ার হয়েছেন। তোমরাও একদিন তাদের মত এই শিক্ষাঙ্গনের মুখ উজ্জ্বল করবে। বক্তারা আরো বলেন, এই স্কুল এন্ড কলেজের কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যা তোমাদের অবশ্যই মেনে চলতে হবে।
এর আগে নবীন ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী ইশিতা আক্তার রিয়া। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেনির রাত্রী ও দ্বাদশ শ্রেনির ফারিহা জান্নাত। এরপর দলীয় সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। এছাড়া নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থী সৃষ্টি, কবিতা আবৃত্তি করেন নবীন শিক্ষার্থী জুই ও মৌমিতা এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন শিক্ষক চিত্তরঞ্জন। নবীন বরণ ও আলোচনা সভাটি প্রাণবন্ত সঞ্চালনা করেন প্রভাষক শুক্লা সাহা।

Share This