
দিনাজপুর প্রতিনিধি
সারা দেশের ন্যায় দিনাজপুর জেলাতেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণী-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দিনাজপুরের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আখের আলী (সুজন)। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শেষে এডিসি শিক্ষা ও আইসিটি এস.এম হাবিবুল হাসান বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেন।