দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মোজাম্মেল হক।
দিনাজপুর মেডিক্যাল কলেজ মাঠ প্রাঙ্গণে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার-এর সভাপতিত্বে জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও ড্যাব জেলা শাখার যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. নুরুল ইসলাম, দিনাজপুর মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট-এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায় প্রমুখ।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।