দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসি


দিনাজপুর প্রতিনিধি
জিয়া হার্ট ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শন করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক।
মঙ্গলবার সন্ধ্যায় জিয়া হার্ট ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক বলেন, ভালো মানুষ হওয়ার জন্য ভালো মেধাই যথেষ্ঠ নয়। ভালো মানুষ হওয়ার জন্য নীতি নৈতিকতার বিকাশ ঘটাতে হবে। মানব সেবার ব্রত নিয়ে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা একজন ব্যক্তিকে অজ্ঞতার অন্ধকার থেকে নিয়ে আসে আলোতে। আর নৈতিকতা মানুষের জীবনকে করে তোলে সুন্দর ও সমৃদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রফেসর ডা. এ এইচ এম শফিকুর রহমান তরুণ, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার, উপাধ্যক্ষ মোছা. মোস্তফা বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার এ এস এম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ সফিকুর রহমান (পিন্টু), দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের সচিব, শাহ্ মো. শাহজাহান আলী, হিসাব রক্ষণ ও নিরীক্ষণ কর্মকর্তা মো. শাহরিয়ার খানসহ দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক স্ব-পরিবারে জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণে এসে পৌছালে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।
