দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপ এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার গ্রুপের নিজস্ব কার্যালয়ের মহেশ প্রসাদ স্মৃতি মিলনায়তনে দিনাজপুর খাদ্য শস্য আড়তদার মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক এর সভাপতিত্বে ১৯তম বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন দিনাজপুর খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রতাপ কুমার সাহা পানু। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পাঠ করেন কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন।
দিনাজপুর খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু-এর সঞ্চালনায় ১৯তম বার্ষিক সাধারণ সভায় সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসিব উদ্দিন আহম্মদ হাশিম, রজত কুমার বসাক, আব্দুল লতিফ, মো. সিরাজুল আহসান, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
১৯তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি রক্তিম বসাক, সাংগঠনিক সম্পাদক উদ্দীপ ভৌমিক, কার্য্য-নির্বাহী সদস্য অঞ্জন দত্ত, সুরেশ প্রসাদ ও মো. আব্দুল গফুর।