
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড(রেজি: নং-০০৪১১) এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কালিতলায় পৌর নিউ মার্কেট অফিস কক্ষে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের উপদেষ্টা মো. সাদাকাতুল বারী সাদা, আহমেদ শফি রুবেল, সাবেক পৌর কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, দিনাজপুর ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. রাজু, সাধারণ সম্পাদক মো. নাসিম, সাবেক সভাপতি মো. মোকারম হোসেন মুকুল ও মো. রুস্তম আলী। উক্ত অভিষেক অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান দিনাজপুর সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সাধুরাম রবিদাস, সহযোগি হিসেবে ছিলেন একই দপ্তরের সহকারী পরিদর্শক মো. আলমগীর মিয়া। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি মো. শহিদুল্লাহ, সহ-সভাপতি মো. জুয়েল, সাধারণ সম্পাদক মো. বিপ্লব, সহ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মিন্টু, দপ্তর সম্পাদক মো. আসাদ, প্রচার সম্পাদক মো. সুমন, নির্বাহী সদস্য আতাবুর রহমান, আব্দুল কাদের, মো. শাহিন ও মো. মাসুদ।