দিনাজপুর প্রতিনিধি
‘‘দক্ষ সংগঠক গড়ে তুলি সংগঠনকে সংহত করি’’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনে তরুনীদের যুক্ত করার লক্ষ্যে তরুণীদের নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকেল ৪ টায় সংগঠনের জেলা কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনে তরুনীদের যুক্ত করার লক্ষ্যে তরুণীদের নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাহাবুবা খাতুন, গোলেনুর বেগম, অর্থ সম্পাদক শাহনাজ পারভীন, আন্দোলন সম্পাদক অনামিকা পান্ডে, সদস্য জেসমিন আরাসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।