দিনাজপুর লায়ন্স ক্লাবের নবাগত সভাপতি সেক্রেটারীর দায়িত্ব গ্রহণ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ভবনের হলরুমে এক আরম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে (লায়ন্স ইন্টারন্যাশনাল-জেলা-৩১৫ এ২, বাংলাদেশ) দিনাজপুর লায়ন্স ক্লাব এর ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে লায়ন ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন, সেক্রেটারী দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন এবং ট্রেজারার হিসেবে লায়ন মঞ্জুর এ রাব্বি দায়িত্বভার গ্রহণ করেছেন।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট (ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট) লায়ন বাদশা ইমাম আরাফাত ক্লাবের নিয়ম অনুযায়ী নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. সাইদুর রহমান, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান পাটোয়ারী বাবু, থার্ড ভাইস প্রেসেডেন্ট লায়ন মো. শাহ্ আলম, ট্রেমার লায়ন ডা. ইসতিয়াক চৌধুরী, টেইল টুইস্টার লায়ন মো. হোসেন আলী, ডাইরেক্টর লায়ন মো. মোকাররম হোসেন খান, লায়ন মো. সাইদুর রহমান, লায়ন এম.এ খালেক, পাস্ট প্রেসিডেন্ট লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, পাস্ট প্রেসিডেন্ট লায়ন ইকবাল আহমেদ ডন, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মো. শাহেদ রিয়াজ পিম প্রমুখ। দিনাজপুর লায়ন্স ক্লাবের দায়িত্ব গ্রহণ শেষে লায়ন্স ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান পাটোয়ারী বাবু নবাগত প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারার এর হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ.ও আব্দুস সবুর সরকার।